অধ্যক্ষ
Professor Md. Fazle Elahi
প্রফেসর মোঃ ফজলে এলাহী, বি.সি.এস (সাধারণ শিক্ষা) আইডি নং: ৩৭০৮, সরকারি আলাওল কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম-এ ২২/৪/২০২৫ তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন।
তাঁর বর্ণাঢ্য, বৈচিত্র্যপূর্ণ ও কর্মচাঞ্চল্যকর সুদীর্ঘ কর্মজীবনের শুরুতে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ-এ ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন, পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ ও ফেনী সরকারি কলেজে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে অধ্যাপনা করেছেন।
একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের ভিত্তি উচ্চ মাধ্যমিক পর্যায়ে রচিত হয়। তাই শিক্ষাজীবনে উচ্চ মাধ্যমিক পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভালো পাঠদান নিশ্চিতকরণ এবং ছাত্র ছাত্রীদের ক্লাসমুখী করার বিষয়ে অধ্যক্ষ মহোদয় যথেষ্ট আন্তরিক ও স্বচেষ্ট আছেন। সে লক্ষ্যে তিনি কলেজের ছাত্র ছাত্রীদের শতকরা ৭৫% উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি আশা করেন যে, এ কলেজের ছাত্র ছাত্রীরা তাদের পড়াশুনার পাঠ শেষ করে ব্যক্তিগত ও কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রেখে যাবে; তথা দেশ ও রাষ্ট্র গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিস্তারিত
সম্পাদক, শিক্ষক পরিষদ
ENAMUL HOQUE JAMALY
বিস্তারিত
Welcome To Our Institute
Welcome To Our Institute
চট্টগ্রাম জেলা তথা দক্ষিণ চট্টলার নয়নাভিরাম পাহাড় বেষ্টিত ও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত বাঁশখালী উপজেলা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলাওল কলেজ।
বাঁশখালীর ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সুযোগ্য সিদ্ধ পুরুষ, বিশিষ্ট শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী শেখ মরতুজা আলী চৌধুরী ওরফে ছোট মিয়ার বদান্যতায় ১৯৭০ সালে মহাকবি আলাওলের নামে নামকরণ করে এ বিদ্যায়তনটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ০৮/০৮/২০১৮ খ্রিঃ তারিখে বাঁশখালীর প্রাণস্পন্দন একমাত্র এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
বর্তমানে কলেজটিতে একাদশ শ্রেণি, একাদশ শ্রেণী (বিএমটি); দ্বাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী (বিএমটি) স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে। বর্তমানে এ কলেজে প্রায় ২৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। শিক্ষার্থীদের শারিরীক, মানসিক, বুদ্ধিবৃত্তীক বিকাশ সাধনের লক্ষ্যে এ কলেজে সহপাঠ কার্যক্রম হিসেবে রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট, বি.এন.সি.সি, লেঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাবের কার্যক্রম চালু রয়েছে।
বিস্তারিত
ক্যালেন্ডার
| রবি |
সোম |
মঙ্গল |
বুধ |
বৃহঃ |
শুক্র |
শনি |
জরুরি হটলাইন
